
অবশেষে ভৈরব সেতুর সেই অবৈধ রেলক্রসিং বন্ধ ঘোষণা
লিখেছেন:
- প্রকাশ : অক্টোবর ২১, ২০২০, ০৮:৫০পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার ভৈরব সেতুর সংযোগ সড়কের-সেই অরক্ষিত রেলক্রসিং সহ শিল্প-বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ার সকল অবৈধ রেলক্রসিং বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
https://youtu.be/C8WUL4a7RAI
তারা অবৈধ ওই রেলক্রসিংয়ে রেল লাইনের ২ পাশে রেলপাটি ঝালায় দিয়ে বেড়া তৈরী করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু ওই রেল ক্রসিংয়ে স্পিড ব্রেকার তৈরি করছে এলজিইডি কর্তৃপক্ষ।
রেলক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ হলেও কি কারনে এলজিইডি কর্তৃপক্ষ স্পিড ব্রেকার তৈরি করেছে?
সরকারে টাকা গচ্চা দিয়ে বন্ধ রাস্তায় স্পিড ব্রেকার নির্মানের হেতু কি? ইত্যাদি প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলের মাঝে।