
অভয়নগরে ১৫দিনের গ্রাফিক্স কোর্সের শুভ উদ্বোধন
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : মার্চ ১৬, ২০২১, ১২:৫০পূর্বাহ্ণ
অভয়নগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১৫দিন ব্যাপী গ্র্যাফিক্স কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে নওয়াপাড়া প্রফেসরপাড়া সংলগ্ন অফিসে অত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এই কোর্সটি চালু করা হয়।
গ্র্যাফিক্স কোর্সটি উদ্বোধন করেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম কুদ্দুস, প্রেসক্লাবের আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য রিপানুল ইসলাম রিপন, রুবেল হোসেন প্রমুখ।