
অস্থিরতা সৃষ্টিকারী অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : তথ্যমন্ত্রী
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : নভেম্বর ২৬, ২০২০, ১১:৪৩অপরাহ্ণ
যেসব অনলাইন নিউজ পোর্টাল সমাজে অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিক নামধারীদের চিহ্নিত করার দায়িত্ব সাংবাদিক সংগঠনগুলোকে নিতে হবে। এদের জন্য সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে।
আইনজীবীরা যেমন ভুয়া আইনজীবী খুঁজে বের করেন, সাংবাদিক সংগঠনগুলোকেও ভুয়া সাংবাদিক খুঁজে বের করতে হবে। এর জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।