
আজ ভারত থেকে আসছে উপহারের ২০ লাখ ভ্যাকসিন
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : জানুয়ারী ২০, ২০২১, ১২:১৯পূর্বাহ্ণ
করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেবে ভারত।
বুধবার ভ্যাকসিনের চালানটি বাংলাদেশে পৌঁছাবে। বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানযোগে ভারতের উপহারের এই ২০ লাখ ডোজ ভ্যাকসিন বিমানবন্দরে আসবে।
এই বিশেষ বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জসহ সব চার্জ মওকুফ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ ইমাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ভারত সরকার বাংলাদেশ সরকারকে উপহারস্বরূপ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ কোভিড-১৯-এর ভ্যাকসিন সরবরাহ করবে।