
আসছে ঈদে কাঞ্চন-রোজিনা জুটি
লিখেছেন: বিনোদন ডেস্ক
- প্রকাশ : এপ্রিল ৭, ২০২১, ১২:১০পূর্বাহ্ণ
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ‘বসুন্ধরা’, ‘সুন্দরী’, ‘শেষ উত্তর’, ‘নালিশ’, ‘সোহরাব রোস্তম’, ‘বেদের মেয়ে জোসনা’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
জায়গা করে নিয়েছেন চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে। ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অনেক নায়িকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে রোজিনা অন্যতম।
দীর্ঘ বিরতির পর আবারো রোজিনার সঙ্গে জুটি বেঁধেছেন ইলিয়াস কাঞ্চন। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে দেখা যাবে এই জুঁটিকে। রোজিনা অভিনীত ও পরিচালিত ‘ফিরে দেখা’ সিনেমায় কাঞ্চন-রোজিনা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।