
এমপি কাজী নাবিলসহ যশোরের নেতৃবৃন্দের শোক
- প্রকাশ : জানুয়ারী ১৪, ২০২১, ০৮:৪৫অপরাহ্ণ
দৈনিক নওয়াপাড়া’র প্রকাশক ও সম্পাদক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের মৃত্যুতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল গভীর শোক জানিয়েছেন।
রবিবার এক শোকবার্তায় নেতৃবৃন্দ শোক জানান। নেতৃবৃন্দ বলেন, আসলাম হোসেন ছিলেন একজন সাহসী, সৎ ও নিষ্ঠাবান সম্পাদক। তার মৃত্যুতে দৈনিক নওয়াপাড়াসহ সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতি অঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে।
এ শোক তাঁর পরিবার ও সাংবাদিকদের শক্তিতে রুপান্তরিত করার আহবান জানান।
এছাড়া শোক জানান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম-সম্পাদক আবুল কায়েস, সাংগঠনিক শরীফ আহমেদ বাপ্পি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন টগর, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার, যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ।