
এসআইকে ছুরিকাঘাত করে পালালেন আসামি
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : জানুয়ারী ১২, ২০২১, ১১:৪৬অপরাহ্ণ
কিশোরগঞ্জের নিকলীতে চুরির মামলার সন্দেহজনক দুই আসামিকে ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন নিকলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের দরগাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হককে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।