
করোনা ভাইরাসে আক্রান্ত মৌসুমীর পরিবার
লিখেছেন: বিনোদন ডেস্ক
- প্রকাশ : এপ্রিল ৫, ২০২১, ১২:৩৮পূর্বাহ্ণ
ছেলে ও পুত্রবধূসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। শনিবার রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট আসে। তবে করোনা শনাক্ত হয়নি ওমর সানীর।
তিনি ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যান্যের রিপোর্ট পজিটিভ এসেছে। সানী-মৌসুমীর একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।