
কানাডার ম্যানিটোবায় তুষারের গোলকধাঁধা!
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : ফেব্রুয়ারী ২২, ২০২১, ১১:৫৬অপরাহ্ণ
কানাডার ম্যানিটোবার শোভা বাড়াচ্ছে তুষারের তৈরি গোলক ধাঁধা। করোনা মহামারির কারণে বন্দি জীবনের একঘেঁয়ে সময় থেকে বেরিয়ে এই গোলক ধাঁধায় ঘুরতে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভ্রমণ পিপাসুরা।
বিশ্বের সবচেয়ে বড় তুষারের গোলক ধাঁধা এখন কানাডার ম্যানিটোবায়। গোলক ধাঁধার নাম শুনলেই রোমাঞ্চ কাজ করে বিনোদন প্রেমীদের। আর তা যদি হয় তুষারের, তাহলে যোগ হয় বাড়তি আকর্ষণ।
করোনার কারণে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তার ওপর রয়েছে কোয়ারেনটিনের ঝক্কি। এমন সময়ে তুষারের তৈরি এই গোলক ধাঁধার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কানাডার ভ্রমণপিপাসুরা।