
কেশবপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
লিখেছেন: কেশবপুর সংবাদদাতাকেশবপুর সংবাদদাতা
- প্রকাশ : জানুয়ারী ১৯, ২০২১, ১০:৩৯অপরাহ্ণ
কেশবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও নিরপদ খাদ্য অফিসার শাকিল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, হোটেল মালিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।