
খাশোগি হত্যা: মার্কিন গোয়েন্দার রিপোর্ট
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : মার্চ ১, ২০২১, ১১:৩৯অপরাহ্ণ
সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে হত্যাকারীদের নামের তালিকায় রহস্যজনকভাবে পরিবর্তন আনা হয়েছে।
প্রথম তালিকা প্রকাশের তিনদিনের মধ্যেই দ্বিতীয় সংস্করণ এনে তিনজনের নাম মুছে ফেলা হয়। এমনটাই জানাচ্ছে সিএনএন। নামগুলো কেন মুছে ফেলা হয়েছে সে ব্যাপারে কোন ব্যাখ্যা দেয়নি জাতীয় গোয়েন্দা সংস্থা।
অপসারিত তিনটি নামের মধ্যে প্রথমটি হলো আব্দুল্লাহ মোহাম্মদ আলহোয়ারিনির, যিনি সৌদি এক জেনারেলের ভাই। অপর দুজন হচ্ছেন ইয়াসির খালিদ আলসলেম এবং ইব্রাহিম আল-সেলিম।
যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় সংস্করণে ২১ জনের নামের তালিকা থেকে ১৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।