
ঢাকা শিক্ষা বোর্ডে সনদ জালিয়াতি : বিপাকে শিক্ষার্থী
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : ডিসেম্বর ১, ২০২০, ১১:৪২অপরাহ্ণ
এক শিক্ষার্থী ও তার বাবা-মায়ের নাম পরিবর্তন করে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সনদ তুলে নিয়েছে প্রতারকরা। এতে ওই শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী আবু সুফিয়ান জানান, ১৪ নভেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরির আবেদন করতে প্রতারণার বিষয়টি জানতে পারেন তিনি।
অনলাইন আবেদনের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর দেখা যায়, আবু সুফিয়ান ও তার বাবা-মায়ের নাম পরিবর্তন করা হয়েছে। ঢাকা বোর্ডে গিয়ে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন তিনি।