
দেশে ফিরেই নাটকে যোগ দিলেন রিচি
লিখেছেন: বিনোদন ডেস্ক
- প্রকাশ : জানুয়ারী ১১, ২০২১, ১০:৩৮অপরাহ্ণ
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। স্বামীর সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। দীর্ঘ দুই বছর পর গত ৭ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন রিচি।
ফিরেই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। ‘মন কেমনের দিন’ নামে একক নাটকে অভিনয় করেছেন রিচি। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সারিকা সাবা।
ফারিয়া হোসেন রচিত নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে রিচি সোলায়মান বলেনÑদীর্ঘদিন নিয়মিত অভিনয় করেছি। কিন্তু এখন দেশের বাইরে থাকার কারণে তা সম্ভব হয় না।
বছর বছর ঢাকায় এলে কিছু কাজ করি। অভিনয়টা তো আমার রক্তে মিশে আছে। তাই ক্যামেরার সমনে দাঁড়ালেও সমস্যা হয় না। বরং দীর্ঘদিন পর কাজ করতে ভালোই লাগছে।