
নওয়াপাড়ায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকার বগি ভস্মীভূত
- প্রকাশ : জানুয়ারী ১৭, ২০২১, ০৪:৫৪অপরাহ্ণ
নওয়াপাড়ায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারের বগি অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। রবিবার ভোররাতে নওয়াপাড়া রেলস্টেনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি। রেল চলাচল স্বাভাকি আছে।
নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মহসীন রেজা জানান, রবিবার ভোর আনুমানিক সাড়ে ৩ টার সময় খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলস্টেশনে দাঁড়ায়। এসময় ওই ট্রেনের পাওয়ার কারের বগিতে আগুন লেগে যায়। ট্রেনে ও স্টেশনে থাকা অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভাতে ব্যার্থ হলে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। পরে টেনটি যাত্রী নিয়ে ফের খুলনায় ফিরে যায়। দুর্ঘটনায় কোন হত্যাহতের ঘটনা না ঘটলেও পাওয়ার কারের বগিটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার স্টেশনের অফিসার খান এহসান উল আলম জানান, খবর পেয়ে নওয়াপাড়া রেলস্টেশনে পৌঁছে আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কি কারণে অগ্নিকান্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।