
পরিচালকদের নেতা হলেন সোহান ও শাহীন
লিখেছেন: বিনোদন ডেস্ক
- প্রকাশ : এপ্রিল ৪, ২০২১, ১২:৫০পূর্বাহ্ণ
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২০২২ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান আর মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দিবাগত রাত আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু এই ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮২ জন। ১৯টি পদের বিপরীতে মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের তথ্যমতে, সভাপতি পদে সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন ৮০ ভোট। অন্যদিকে, মহাসচিব পদে ১৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহীন সুমন।