
পিছিয়ে গেল পাকিস্তানি যুব ক্রিকেটারদের বাংলাদেশ সফর
লিখেছেন: ক্রীড়া ডেস্ক
- প্রকাশ : এপ্রিল ৭, ২০২১, ১২:০২পূর্বাহ্ণ
করোনাভাইরাসের কারণে সারা দেশজুড়েই লকডাউন চলছে। এই লকডাউনের কারণে ছয় দিন পিছিয়ে গেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশ সফর। আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।
নতুন সূচিতে তারা আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে। সিরিজে একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
সবগুলো ম্যাচ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় পা রেখেই সরাসরি সিলেটে চলে যাবে পাকিস্তান দল। অনুশীলন পর্বের আগে সেখানেই তারা কোয়ারেন্টিনে থাকবে। ২৩ এপ্রিল থেকে সিরিজের চার দিনের একমাত্র ম্যাচটি সিলেটে শুরু হবে।