
ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্য পাকাসড়ক চলাচলের অযোগ্য
- প্রকাশ : জানুয়ারী ১৯, ২০২১, ১১:১০অপরাহ্ণ
বাগেরহাটের ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্যপাকা সড়কের পিচ বা কার্পেটিং উঠে তা এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সড়ক গুলির অধিকাংশ স্থানে পিচ কার্পেটিং বা বড়বড় গর্তের সৃষ্ঠি হওয়ায় তা দিয়ে পায়ে হেটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।
অতিদ্রুত এই সমস্ত গ্রাম্য ভাঙ্গাচুরা সড়ক গুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগন এলজিইডির উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের গাবখালী বাজার হতে লালচন্দ্রপুর ভায়া পালেরহাট ২কিলোমিটার সড়ক, গাবখালী বাজার ভায়া বাহিরদিয়া ৩ কিলোমিটার সড়ক, বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ ভায়া মানসা বাজার সড়কের কিছু অংশ, মানসা পালপাড়া হতে ব্রীজের কিছু অংশ, নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী সড়ক, মৌভোগ ব্রীজ হতে প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কের কিছু অংশ, পিলজংগ ইউনিয়নের বৈলতলী সুইচ গেট হতে বৈলতলী পূর্বপাড়া পর্যন্ত ১ কিলোমিটার।
কাটাখালী কলেজ রোড ভায়া জমিদারবাড়ী সড়কের কিছু অংশ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সামনে হতে হীড বাংলাদেশ ভায়া শিক্ষক খলিলুর রহমান এর বাড়ী পর্যন্ত, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সামনে হতে কাঠালতলা ২কিলোমিটার সড়ক, পিলজংগ বলাই ঘোষের দোকান হতে পিলজংগ কংগ্রেস মোড় সড়ক ।
লখপুর ইউনিয়নের জলছত্র বটতলা ভায়া লখপুর বাজার সড়কের কিছু অংশসহ বেশ কিছু সংখ্যাক পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সমস্ত গ্রাম্য সড়কের কোন কোন স্থানে পিচ বা কার্পেটিং উঠে বা বড়বড় গর্তের সৃষ্ঠি হয়ে এমন অবস্থার সৃষ্ঠি হয়েছে, যে অটো ভ্যান মটর সাইকেল নছিমন করিমন টেম্পু এমনকি ইজিবাইকেও চলাচল করা তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্ভব।
এই সমস্ত গ্রাম্য সড়ক গুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগন এলজিইডির উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।