
বাংলাদেশকেই শক্তিশালী ভাবছেন ক্যারিবীয় কোচ
লিখেছেন: ক্রীড়া ডেস্ক
- প্রকাশ : জানুয়ারী ১৪, ২০২১, ১২:০৪পূর্বাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ।
প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা টাইগারদের কাছে সিরিজটি নিয়ে আগ্রহের কমতি নেই। যদিও করোনার দোহায় দিয়ে সফরে আসেনি উন্ডিজের শক্তিশালী দল।
তবে সিরিজে বাংলাদেশকেই শক্তিশালী ভাবছেন ক্যারিবীয় কোচ। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যারিবীয় কোচ বলেন, ‘বাংলাদেশ স্পষ্ট ফেভারিট। কারণ, তারা ঘরের মাঠে ভালো খেলে।
আমরা এ ব্যাপারে দ্বিমত করতে পারি না। আবার এটাই আমাদের বিশ্বকাপ প্রস্তুতির শুরু। এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে, কাজেই এটাই শুরু।
এখানে যদি তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে ভালো করেন, তাহলে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেলেন, যেখানে কেউ আপনাকে সরাতে পারবে না।