
বোলিং নৈপুণ্যে ম্যান অফ দ্যা ম্যাচ : মিরাজ
লিখেছেন: ক্রীড়া ডেস্ক
- প্রকাশ : জানুয়ারী ২২, ২০২১, ১১:৩২অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ৯.৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
তার বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে মোস্তাফিজ এবং সাকিব আল হাসান দুটি করে উইকেট পেয়েছেন। দুর্দান্ত দলগত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে গুটিয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল।
ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম ইকবাল ৫০, সাকিব আল হাসান ৪৩, লিটন দাস ২২, নাজমুল হোসেন শান্ত ১৭ ও মুশফিকুর রহিম ৯ রান করেন।