
ব্রাজিলে পরীক্ষায় চীনের টিকা ৫০ ভাগ কার্যকর
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : জানুয়ারী ১৩, ২০২১, ১১:৫৮অপরাহ্ণ
ব্রাজিলে চালানো পরীক্ষায় চীনের সিনোভ্যাকের প্রস্তুতকৃত করোনাভাইরাসের টিকা ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। মঙ্গলবার তথ্যটি জানানো হয়েছে।
এতে দেখা গেছে, আগের তথ্যের তুলনায় টিকার কার্যকারিতা কম। খবর বিবিসির। সাধারণত ৫০ ভাগের ওপর কার্যকর হলে টিকা ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ব্রাজিলে চালানো পরীক্ষায় সিনোভ্যাকের টিকা সেই নূন্যতম লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ব্রাজিল সরকার পরীক্ষার জন্য করোনার যে দুটি টিকার অনুমোদন দিয়েছে তার মধ্যে চীনের সিনোভ্যাকের টিকা একটি।