
ব্রিজের ওপর বাঁশের সাঁকো!
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : নভেম্বর ২৮, ২০২০, ১০:১০অপরাহ্ণ
পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজটি এলাকাবাসীর মরণ ফাঁদে পরিণত হয়েছে। চলাচল অযোগ্য ব্রিজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও সংস্কার না করায় স্থানীয়রা বাশেঁর সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে পারাপার করেছেন।
ভূক্তভোগীরা কর্তৃপক্ষকে বিষয়টি বার বার অবহিত করলেও কোন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। এলজিইডি কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে ব্রীজ সংস্কারের কথা বললেও বছরের পর পছর চলে গেলেও ব্রিজ সংস্কার হচ্ছে না।
স্থানীয় সাপলেজা ইউপি সদস্য মোঃ আফজাল হোসেন বেপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭/৮ বছর ধরে শুনে আসছি এখানে নতুন ব্রীজ হবে। কিন্তু ব্রীজ নির্মণের কোন খবর নাই।