
ভেঙ্গে পড়েছে তিনটি বৈদ্যুতিক পোলঃ অচল যশোর- খুলনা মহাসড়ক
লিখেছেন: নওয়াপাড়া ডেস্ক
- প্রকাশ : ফেব্রুয়ারী ৬, ২০২১, ০৩:৪৪অপরাহ্ণ
যশোর- খুলনা মহাসড়কের শিল্প- বাণিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ায় হাইওয়ে থানার সামনে হঠাৎ করেই পর পর তিনটি বৈদ্যুতিক পোল মহাসড়কের উপর ভেঙ্গে পড়েছে। নিম্নমানের এসকল পোল গুলোতে রডের কোন বালাই না থাকায় ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
মহাসড়কের উপর পোল ভেঙ্গে পড়ায় রীতিমত অচল হয়ে গেছে যশোর খুলনা মহাসড়ক। মহাসড়কের দুই পাশে হাজার হাজার গাড়ি অাটকা পড়ে স্মরণকালের ভয়াবহ যানজটে পরিণত হয়েছে। বেলা পৌণে দুইটার সময় পোল তিনটি ভেঙ্গে পড়লে এ রিপোর্ট লেখা পর্যন্ত ( বিকাল সাড়ে তিনটা) পোল গুলো সরানোর ব্যবস্থা করতে পারেনি পল্লী বিদ্যুৎ বিভাগ। কত সময় নাগাদ এটা সরানো সম্ভব হবে তাও নির্দিষ্ট করে বলতে পারেন নি স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে পোল ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা নওয়াপাড়া শহর। সেই সাথে বন্দর ও বণিজ্য নগর হওয়ায় ব্যবসা বাণিজ্যের উপরও ব্যাপক প্রভাব পড়েছে।