
মঠবাড়িয়ায় ২৭ দিনেও অজ্ঞাত মরদেহের পরিচয় মেলেনি
লিখেছেন: মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
- প্রকাশ : ডিসেম্বর ৩১, ২০২০, ১১:২৮অপরাহ্ণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত পুরুষ মরদেহ উদ্ধারের ২৭ দিনেও পরিচয় মেলেনি।
তদন্তকারী কর্মকর্তা এসআই সজল জানান, গত ৩ডিসেম্বর গভির রাতে উপজেলার দক্ষিন মিঠাখালী (কালীরহাট) ওয়াবদা সড়কের পাশে একটি গাছের সাথে গলায় ফাসঁ দেয়া অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। লাশের গায়ে কোন বস্ত্র ছিলনা।
মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো. মাসুদুজ্জামান জানান, অনুমান ৪৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ মরদেহ উদ্ধারের পর অপমৃত্যু মামলা শেষে ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।
মরদেহের ময়না তদন্ত ও ডিএনএ সংরক্ষণের পর পিরোজপুর আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে।