
মধ্য আমেরিকায় ক্ষুধার্ত বাড়ছে হু হু করে: জাতিসংঘ
লিখেছেন: বিশ্ব নিউজ
- প্রকাশ : ফেব্রুয়ারী ২৪, ২০২১, ১১:৩৭অপরাহ্ণ
অর্থনৈতিক সংকটে পর্যদুস্ত মধ্য আমেরিকার দেশ এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস ও নিকারাগুয়াতে দুই বছরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা চারগুণ হতে যাচ্ছে বলে জাতিসংঘের একটি সংস্থার তথ্যে উঠে এসেছে। মঙ্গলবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ তথ্য প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়েছে, চলতি বছর মধ্য আমেরিকার চারটি দেশের প্রায় ৮০ লাখ মানুষ ক্ষুধার্ত থাকার অভিজ্ঞতা পেতে যাচ্ছে; ২০১৮ সালে সংখ্যাটি ২২ লাখ ছিল।
কোভিডজনিত অর্থনৈতিক সংকট এমনিতেই বাজারের তাকে থাকা খাবারগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের নাগালের বাইরে নিয়ে গেছে এর সঙ্গে যুক্ত হয়েছে জোড়া ঘূর্ণিঝড় এতা ও আয়োটার আঘাত এক বিবৃতিতে বলেছেন ডব্লিউএফপি’র লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পরিচালক মিগুয়েল ব্যারেটো।