
মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি ফখরুলের
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : ফেব্রুয়ারী ২৬, ২০২১, ১১:২৭অপরাহ্ণ
কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
ফখরুল অভিযোগ করেন, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রশক্তি জড়িত। এর আগে গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে মাথা ঘুরে পড়ে যান মুশতাক আহমেদ।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদ সরকারের নির্মম শিকার বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।