
মুশতাকের মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে : এম গোলাম মোস্তফা
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : ফেব্রুয়ারী ২৬, ২০২১, ১১:২৩অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর দায় সরকার তথা রাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
লেখক মুশতাকের মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ন্যাপ মহাসচিব বলেন, মুশতাকের মৃত্যুর দায় সরকার তথা রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে।
নিরপেক্ষ তদন্ত করে এই মর্মান্তিক ঘটনার বিচার জরুরি। শুক্রবার তোপখানায় ভাষা আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।