
যশোরে জেসিডিসি টি-২০ একাডেমী কাপ শুরু
লিখেছেন: স্টাফ রিপোর্টার, যশোর
- প্রকাশ : জানুয়ারী ১৪, ২০২১, ১২:২৯পূর্বাহ্ণ
যশোরে জেসিডিসি টি-২০ একাডেমী কাপ শুরু হয়েছে।
বুধবার যশোর শাম্স-উল-হুদা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়ার সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির খেলার উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম-সম্পাদক এবিএম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক আজহার হোসেন স্বপন, সোহেল মাসুদ হাসান টিটো, মাহাতাব নাছির পলাশ ও শিমুল বিশ্বাস।
উদ্বোধনী ম্যাচে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী বসুন্দিয়ার মুসলিম ক্রিকেট একাডেমীর বিপক্ষে মাঠে নামে।