
যশোরে ৩৮ হাজার সাতশ’ ৭৩ জনের ভ্যাকসিন গ্রহণ
- প্রকাশ : ফেব্রুয়ারী ২০, ২০২১, ১১:৩২অপরাহ্ণ
যশোর জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) নিয়েছেন ৩৮ হাজার সাতশ’ ৭৩ জন। এদের মধ্যে ২৫ হাজার আটশ’ নয় পুরুষ ও ১২ হাজার নয়শ’ ৬৪ জন নারী রয়েছেন।
শনিবার একদিনেই নিয়েছেন পাঁচ হাজার পাঁচশ’ ৫৪ জন। এর মধ্যে শুধুমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন এক হাজার আটশ’ ৫৯ জন।
শেখ আবু শাহীন জানান, শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টিকা নিয়েছেন এক হাজার আটশ’ ৫৯ জন। তাদের মধ্যে এক হাজার একশ’ নয় জন পুরুষ ও সাতশ’ ৫০ জন নারী রয়েছেন।
পুলিশ হাসপাতাল থেকে একশ’ ৮৬ জন পুরুষ ও ৪২ জন নারী পুলিশ সদস্য, যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে একশ’ পাঁচ জন পুরুষ ও ১৫ জন নারী টিকা গ্রহণ করেছেন।
এছাড়া, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ একশ’ ৮৩ ও নারী একশ’ ১৭ জন, বাঘারপাড়ায় পুরুষ ৭৪ ও নারী ৪৬, চৌগাছায় পুরুষ একশ’ ৫১ ও নারী ৫৯ জন, ঝিকরগাছায় পুরুষ দুশ’ ৫৪ ও নারী একশ’ ৬৫ জন, কেশবপুরে পুরুষ দুশ’ ৭৫ ও নারী একশ’ ৯৫ জন, মণিরামপুরে পুরুষ তিনশ’ ২৯ ও নারী একশ’ ৬১ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুরুষ তিনশ’ ২৯ ও একশ’ ৬১ জন নারীকে টিকা দেয়া হয়েছে।