
যশোর পৌরসভায় ভোট ৩১ মার্চ
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : মার্চ ১০, ২০২১, ১১:৩৯অপরাহ্ণ
যশোর সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মার্চ বুধবার। এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ মার্চ সোমবার। এ পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে।
ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন। যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারী ভোটের দিন ঠিক করা হয়েছিল।
কিন্তু ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন স্থগিতের নির্দেশ দেন উচ্চ আদালত। সীমানা সংক্রান্ত জটিলতা এবং ভোটার তালিকা হালনাগাদ না করায় যশোর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে রিট করায় নির্বাচন স্থগিত করা হয়েছিল।