
সরকার শিগগিরই জনগণকে টিকা দিতে পারবে : রাষ্ট্রপতি
লিখেছেন: ঢাকা অফিস
- প্রকাশ : জানুয়ারী ১৮, ২০২১, ১১:০০অপরাহ্ণ
সরকার শিগগিরই জনগণকে করোনার টিকা প্রদানে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘কোভিড-১৯ মহামারি মোকাবিলায় দ্রুত ভ্যাকসিন কেনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩ কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ধারাবাহিকতায় জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কেনা বাবদ ৬০ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা হয়।
আশা করছি, সরকার খুব শিগগিরই দেশের জনগণকে কোভিড-১৯-এর টিকা প্রদান করতে পারবে।’ এদিকে রাষ্ট্রপতি তার ভাষণে সুশাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক দলসহ সব শ্রেণী ও পেশার মানুষকে ঐকমত্য গড়ে তুলে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি সোমবার সংসদের অধিবেশন শুরুর পর ভাষণ দেন।