
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রতিবন্ধী হানিফকে ফিরে পেল পরিবার
- প্রকাশ : ডিসেম্বর ১, ২০২০, ১১:০৩অপরাহ্ণ
একুশ বছরের বুদ্ধি প্রতিবন্ধী হানিফ মিয়া। হারিয়ে গিয়েছিল এক বছর আগে। হারানো সন্তানকে খুঁজতে বহু জায়গায় ঘুরেছেন অসহায় বাবা-মা। কিন্তু কোথাও খুঁজে পাননি আদরের সন্তানকে।
অবশেষে বাড়ি থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দুরে যশোরে খোঁজ মিলল হানিফের। ফেইসবুক পোষ্টের কল্যাণে সে খুঁজে পেল তার পরিবারকে। হানিফ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের কৃষক আব্দুর রহমানের সন্তান।
তার পরিবার জানায়, ২০১৯ সালের নভেম্বর থেকে আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় পাগলের মতো খুঁজেছি হানিফকে। অবশেষে গত রোববার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল ইসলাম ফেইসবুকে তার ছবিসহ একটি পোষ্ট দেখে বিষয়টি তাদের জানায়।
এর আগেও হানিফ দু’বার হারালোও দু’একদিনের মধ্যেই তাকে খুঁজে পেয়েছিল। যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের ছবুর বিশ্বাস জানান, সাত মাস আগে একদিন দুপুরে হানিফ তার চায়ের দোকানে আসে।
তখন পরিচয় জানতে চাইলে ‘ভাই মেরেছে, মা কাঁদছে, আব্বা কাঁদছে’ এই কথাটুকুই বলেছিল। তবে সে তার গ্রামের ঠিকানা ও বাবা-মায়ের নাম কখনো বলতে পারেনি। এ সময় হানিফ তাকে নিজের কাছে রেখে দেয় এবং ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানায়।